টাইমস র‌্যাঙ্কিংয়ে দেশের শীর্ষ পাঁচে জায়গা পেল জাবি

বৃহস্পতিবার এলসিভিয়ার জার্নালের সাথে যৌথভাবে প্রকাশিত এ তালিকায় বিশ্বের ৩ হাজার ১১৮টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় |সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার অ্যাডুকেশন’ (টিএইচই) সম্প্রতি প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৬’-এ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) দেশের শীর্ষ পাঁচ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে।

আজ বৃহস্পতিবার এলসিভিয়ার জার্নালের সাথে যৌথভাবে প্রকাশিত এ তালিকায় বিশ্বের ৩ হাজার ১১৮টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে বাংলাদেশের ২৮টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে, যাদের অবস্থান ৮০০-এর পরে।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ৮০১ থেকে ১০০০-এর মধ্যে অবস্থান পাওয়া বাংলাদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয় হলো- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়।

র‌্যাঙ্কিং নির্ধারণে টিচিং, রিসার্চ এনভায়রনমেন্ট, রিসার্চ কোয়ালিটি, ইন্ডাস্ট্রি ইনকাম এবং ইন্টারন্যাশনাল আউটলুক- এই পাঁচটি সূচকের ওপর প্রাপ্ত পয়েন্ট বিবেচনা করা হয়েছে।

বিশ্ব তালিকায় শীর্ষস্থান পেয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে রয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এবং তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে প্রিন্সটন ইউনিভার্সিটি ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়।

এর আগে, ২৩ এপ্রিল ২০২৫ তারিখে টাইমস হায়ার অ্যাডুকেশন প্রকাশিত ‘এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৫’-এ জাবি ৩৫১–৪০০ অবস্থানে থেকে দেশের শীর্ষ পাঁচ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হয়।