জকসু নির্বাচন

২৮ কেন্দ্রের ফলাফলে শীর্ষ ৩ পদে এগিয়ে শিবির

মোট ২৮ কেন্দ্রে ভিপি পদে ছাত্রশিবিরের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৩৭২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ৩২৯৮ ভোট। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৪৩১।

নুর আলম, জবি সংবাদদাতা
জকসু নির্বাচনের ভোট গণনা চলছে
জকসু নির্বাচনের ভোট গণনা চলছে |ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের এখন পর্যন্ত ২৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে শীর্ষ তিন পদ ভিপি, জিএস ও এজিএসে এগিয়ে রয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা।

বুধবার (৭ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে সর্বশেষ অর্থনীতি ও ইতিহাস বিভাগের ফলাফল ঘোষণা করা হয়।

মোট ২৮ কেন্দ্রে ভিপি পদে ছাত্রশিবিরের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৩৭২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ৩২৯৮ ভোট। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৪৩১।

এছাড়া জিএস পদে শিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ মোট ৩৮৪২ ভোট ও ছাত্রদল প্যানেল থেকে খাদিজাতুল কুবরা মোট ১৪৮৯ ভোট পেয়েছেন। শিবির এখানে ২৩৫৩ ভোটে এগিয়ে আছে।

এছাড়া এজিএস পদে শিবির প্যানেলের মাসুদ রানা মোট ৩৩২৪ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ৫১৬ ভোটে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্যানেলের আতিকুর রহমান তানজিল পেয়েছেন ২৮০৮ ভোট।

এদিকে শীর্ষ তিন পদসহ অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও পাঠাগার, পরিবহন ও সাহিত্য-সংস্কৃতি সম্পাদক পদ তিনটিতে এখনো ছাত্রদল এগিয়ে আছে। এছাড়া নির্বাহী সদস্য পদগুলোর মধ্যেও ছাত্রদল সমর্থিত প্যানেলের কয়েকজন প্রার্থী ভালো অবস্থানে আছেন।

উল্লেখ্য, জকসু নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে অনেকক্ষণ স্থগিত ছিল। এরপর ম্যানুয়াল ও মেশিন উভয় পদ্ধতিতে গণনা শুরু হলেও ভোট গণনা সম্পন্ন করতে পারেনি নির্বাচন সংশ্লিষ্টরা।