শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় আইআইসিটি ভবনে নির্বাচন কমিশনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন বিতরণ শুরু হয়।
এর আগে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।
তালিকা অনুযায়ী, শাকসু নির্বাচনে মোট ভোটার ৯ হাজার ১২৪ জন। ছেলেদের শাহপরান হলে ২ হাজার ২২০, বিজয়-২৪ হলে ২ হাজার ১৫৬ ও সৈয়দ মুজতবা আলী হলে ১ হাজার ৪২২ জন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়া ছাত্রীদের আয়েশা সিদ্দীকা হলে ১ হাজার ৩৪৪, বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলে ১ হাজার ৩০৬ ও ফাতিমা তুজ জাহরা হলে ৬৭৬ জন ভোটার তালিকায় আছেন।
মনোনয়নপত্র বিতরণ শুরুর পর দুপুর ১২টা পর্যন্ত একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানান শাকসু নির্বাচনের মুখপাত্র অধ্যাপক ড. নজরুল ইসলাম।
এদিকে মনোনয়ন জমার আগে প্রয়োজনীয় নথিপত্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মনোনয়ন জমার সময় জাতীয় পরিচয়পত্র, শিক্ষার্থী আইডি ও ডোপ টেস্টের রশিদ জমা দিতে হবে। এছাড়া কেন্দ্রীয় সংসদের জন্য তিন শ’ টাকা এবং হল সংসদের জন্য দুই শ’ করে টাকা ব্যাংকে জমা দিতে হবে। বেলা ৩টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।
নির্বাচন তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি শাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।



