আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে ব্যাপক হতাহতের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে
আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে |নয়া দিগন্ত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে ব্যাপক হতাহতের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ মঙ্গলবার ভোরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এতে বলা হয়, ‘ঢাকা মহানগরীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হওয়ায় কলেজের শিক্ষার্থীদের জান-মালের ব্যাপক ক্ষতি হয়েছে। ‍উক্ত দুর্ঘটনার কারণে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করায় অদ্য ২২/০৭/২০২৫ তারিখ মঙ্গলবার অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর পরীক্ষাসমূহ নির্দেশক্রমে স্থগিত করা হলো।’

স্থগিত হওয়া পরীক্ষা পরিবর্তি সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

এদিকে, গতকাল সোমবার দিবাগত রাত রাত ৩টা দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে এই কথা জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও।

তিনি লেখেন, ‘আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।’

উল্লেখ্য, ওই বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে আর আহত হয়েছেন আরো অন্তত ১৬৮ জন।