বাকৃবিতে অচলাবস্থার অবসান, ক্লাস শুরু ৫ অক্টোবর

মঙ্গলবার অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মো: লিখন ইসলাম, বাকৃবি

Location :

Mymensingh
নয়া দিগন্ত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান দীর্ঘ অচলাবস্থার অবসান ঘটতে চলেছে। আগামী ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে এবং ৩ অক্টোবর সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ আবাসিক হলগুলোতে উঠতে পারবেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের চলমান পরীক্ষার তারিখ সংশ্লিষ্ট অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালকরা ঘোষণা করবেন।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট অনুষ্ঠিত শিক্ষা পরিষদের সভা শেষে উদ্ভূত পরিস্থিতির কারণে ওই দিন রাত সাড়ে ৯টায় অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্তক্রমে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদের ১ সেপ্টেম্বর সকাল ৯টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছিল। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার স্বাভাবিক পরিবেশ বিরাজ করায় আগামী ৫ অক্টোবর থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।