শাকসু নির্বাচন : ভিসির আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত

ভিসি শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

হোসাইন ইকবাল, শাবিপ্রবি

Location :

Sylhet
ভিসি ও প্রো-ভিসির আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা
ভিসি ও প্রো-ভিসির আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা |নয়া দিগন্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে চলমান অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত গভীর রাতে ভিসি অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী ও প্রো-ভিসি অধ্যাপক ড. মো: সাজেদুল করিমের আশ্বাসে তারা এই সিদ্ধান্ত নেন।

ভিসি শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবারের সন্ধ্যায় নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে ৯ বা ১০ ডিসেম্বরের তারিখ নির্ধারণ করা হবে এবং রাতের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।

ভিসির এমন আশ্বাসের পর রাত সোয়া ১টার দিকে শিক্ষার্থীরা ভিসির বাসভবনের সামনে থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন।

এর আগে সন্ধ্যায় শাকসু নির্বাচন সংক্রান্ত সংবাদ সম্মেলন স্থগিত করার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা রেজিস্ট্রার ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন। পরে রাত ১০টার দিকে প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে তারা ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন।