ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে মেকানিক্যাল ডে-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) দিনব্যাপী নানা আয়োজনে মেকানিক্যাল ডে উদযাপন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অ্যালামনাই।
এ উপলক্ষে সকালে বর্ণাঢ্য র্যালি, পায়রা ও বেলুন ওড়ানো এবং কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।
উদ্বোধনী বক্তব্যে ভিসি বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লবের পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্ব আরো বেড়েছে। মেকানিক্যাল ডে-২০২৫ শিক্ষার্থী, গবেষক, শিল্পপ্রতিনিধি ও অ্যালামনাইদের জন্য জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম।’
এ সময় ডুয়েটের আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে অনুমোদিত ‘এম-ডুয়েট’ প্রকল্পের অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: আরেফিন কাওসার বলেন, ‘মেকানিক্যাল ডে গবেষণা, উদ্ভাবন, শিল্প-অ্যাকাডেমিক সংযোগ ও অ্যালামনাই নেটওয়ার্ক শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।’
শিক্ষার্থীদের ক্যারিয়ার ও গবেষণায় এ ধরনের আয়োজনের ইতিবাচক ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন, পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস, অনুষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ, সাবেক অধ্যাপক মো: আব্দুল হান্নান মিয়া, অ্যালামনাই কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো: কামরুজ্জামান, আহ্বায়ক অধ্যাপক ড. মো: মোস্তাকুর রহমান ও সদস্যসচিব সহযোগী অধ্যাপক ড. মো: রাশেদ মিয়া।
‘এক ছাদের নিচে প্রজন্মের সেতুবন্ধন’ প্রতিপাদ্যে আয়োজনে অংশ নেন অ্যালামনাই, বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও শিল্পখাতের প্রকৌশলীরা।
অ্যালামনাইরা তাদের কর্মজীবন, গবেষণা অভিজ্ঞতা ও উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের দিক নির্দেশনা দেন।
দিনব্যাপী অনুষ্ঠানে বৃক্ষরোপণ, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, স্টল পরিদর্শন, গ্রুপ ফটো, পুরস্কার বিতরণী ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
সমাপনী পর্বে অংশগ্রহণকারীরা বিভাগের অ্যাকাডেমিক উন্নয়ন, গবেষণা সম্প্রসারণ ও শিল্প-অ্যাকাডেমিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।



