বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে পুকুর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের কাছে পুকুর পরিষ্কার করে ছাত্রদলের নেতাকর্মীরা
জনভোগান্তি এড়াতে র্যালি বা শোডাউন না করে জনকল্যাণমূলক কাজের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান ছাত্রদল নেতারা।
তারা বলেন, দেশব্যাপী মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে তারা এমন একটি জনহিতকর কাজে অংশ নিয়েছেন।
এ প্রসঙ্গে ছাত্রদলের সাবেক সদস্য শাওন হোসেন বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং দেশের জন্য কাজ করার এই ধারা আমরা নিয়মিত চালিয়ে যাব।’
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা আজমাইন সাকিব বলেন, ‘র্যালি বা শোডাউন করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ানোর পরিবর্তে আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। আজ আমরা পুকুর পরিষ্কারের অভিযান চালিয়েছি। ভবিষ্যতেও ববি ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কল্যাণমূলক কাজে যুক্ত থাকবে।’