গাজীপুরে ইউএফটিবির শিক্ষার্থীর ওপর হামলা

গাজীপুরে কালিয়াকৈরে অবস্থিত ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশে (ইউএফটিবি) ফুটবল টুর্নামেন্ট নিয়ে ফেসবুকে দেয়া এক পোস্টের জেরে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ওপর হামলার শিকার হয়েছে। ভুক্তভোগী সাইদি হাসান পরশ বিশ্ববিদ্যালয়ের ২৩-২৪ সেশনের সাইবার সিকিউরিটি বিভাগের শিক্ষার্থী।

Location :

Kaliakior
আহত শিক্ষার্থী সাইদি হাসান পরশ
আহত শিক্ষার্থী সাইদি হাসান পরশ |সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশে (ইউএফটিবি) ফুটবল টুর্নামেন্ট নিয়ে ফেসবুকে দেয়া এক পোস্টের জেরে সাইদি হাসান পরশ নামের এক শিক্ষার্থী ওপর হামলার শিকার হয়েছে। ভুক্তভোগী পরশ বিশ্ববিদ্যালয়ের ২৩-২৪ সেশনের সাইবার সিকিউরিটি বিভাগের শিক্ষার্থী। একই বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল টেকনোলজি বিভাগের একদল শিক্ষার্থী এ হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, খেলায় জিতে সাইবার সিকিউরিটি বিভাগের শিক্ষার্থীরা বিজয় মিছিল নিয়ে একাডেমিক ভবনের সামনে গেলে পরশ ও তার এক সহপাঠীকে ডেকে নেন এডুকেশনাল টেকনোলজি বিভাগের একদল শিক্ষার্থী। এসময় হঠাৎ তারা পরশের ওপর হামলা চালান।

উদ্ভূত পরিস্থিতিতে সাইবার সিকিউরিটি বিভাগের পক্ষ থেকে জরুরি সহায়তা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করা হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাকিব হোসেনসহ অন্যান্য শিক্ষকরাও চেষ্টা করেন পরিস্থিতি শান্ত করতে। পরে গুরুতর আহত অবস্থায় পরশকে উদ্ধার করে কেপিজে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

হামলায় নেতৃত্ব দেয়ার অভিযোগ উঠেছে এডুকেশনাল টেকনোলজি বিভাগের মোহাম্মদ এহসান (২১-২২ সেশন), মুহাইমিন আলম সৈকত (২১-২২), ইসমাম ইফতি (২১-২২), ওলিউর রহমান ওলি (২১-২২), সাজিদ আমিন (২১-২২), মাসতুরা জাহান মারিয়া (২২-২৩), ওমর ফারুক মীমের (২২-২৩) বিরুদ্ধে। এরমধ্যে হামলায় সবচেয়ে বেশি আত্রমণাত্মক দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের সভাপতি সাজিদ আমিনকে।

হামলার বিষয়ে জানতে চাইলে প্রক্টর রাকিব হোসেন বলেন, ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করেছি। আহত শিক্ষার্থী পরশের চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থাও করা হচ্ছে।’