ববি প্রতিনিধি
অবকাঠামোগত উন্নয়ন, পরিবহন ব্যবস্থার উন্নয়ন ও বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে এবার বরিশালে নির্মাণাধীন নভোথিয়েটার ও বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) ভবন নিজেদের দখলে নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।
বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় সড়ক অবরোধ কর্মসূচি শেষ করার পর রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা প্রথমে নভোথিয়েটার ভবনে যায় এবং এর ফটকে ‘একাডেমিক ভবন-৩’ লেখা ব্যানার টাঙিয়ে দেয়। এরপর রাত সাড়ে ৮টার দিকে তারা বিটাক ভবনেও ‘আবাসিক হল’ লেখা আরেকটি ব্যানার টাঙিয়ে আনন্দ-উল্লাস করে।
এ বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশরাফুল মোল্লা বলেন, আমাদের সঙ্কট নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই। তাই আমরা সরকারের দুটি ভবন দখল করলাম। একটিতে আমরা ক্লাস করব এবং অন্যটিকে আবাসিক হলে রূপান্তর করব। সরকার আমাদের সমস্যা আমলে না নিলে আমরাও এ ভবন ছাড়ব না।
আইন বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম সাহেদ বলেন, এটি আমাদের একটি প্রতিবাদী কর্মসূচি। আমরা দাবি জানাই, ভবন দুটিকে বিশ্ববিদ্যালয়ের অধীনে দেয়া হোক।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, শিক্ষার্থীদের তিন দফা দাবির পরিপ্রেক্ষিতে সরকার ইতোমধ্যে ফিজিবিলিটি টেস্টের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে। এ নিয়ে কাজ চলছে। আন্দোলনের মধ্যে শিক্ষার্থীরা হয়তো আবেগের জায়গা থেকে ভবনগুলোতে ব্যানার টাঙিয়েছে। প্রশাসন খুব শিগগিরই এ বিষয়ে আলোচনায় বসবে।