শাবিপ্রবি বিসিএস পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির

আগামী ১৯ সেপ্টেম্বর ৪৭তম ও ১০ অক্টোবর ৪৯তম বিশেষ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের সহায়তায় নানা উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

হোসাইন ইকবাল, শাবিপ্রবি

Location :

Sylhet
নয়া দিগন্ত

আগামী ১৯ সেপ্টেম্বর ৪৭তম ও ১০ অক্টোবর ৪৯তম বিশেষ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দুই পরীক্ষায় অংশগ্রহণকারী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সহায়তায় নানা উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

রোববার (১৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির অফিস সম্পাদক মুজাহিদুল ইসলাম।

শিবিরের পক্ষ থেকে জানানো হয়, ১৯ সেপ্টেম্বরের পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয়ের বাস প্রদানের দাবি জানানো হয়েছে প্রশাসনের কাছে। এছাড়া ৪৯তম বিসিএস পরীক্ষা ঢাকায় হওয়ায় শিক্ষার্থীদের ট্রেনে ভ্রমণের পরামর্শ দেয়া হয়েছে। সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের কারণে রাজধানীতে পৌঁছাতে ১২ থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত সময় লেগে যাচ্ছে বলে উল্লেখ করা হয় বার্তায়।

এছাড়া পরীক্ষার্থীদের আর্থিক ও অন্য সহযোগিতায় পাশে থাকারও আশ্বাস দিয়েছে সংগঠনটি। এজন্য দুটি গুগল ফরম লিংক প্রকাশ করা হয়েছে। একটি ফরমে পরীক্ষার্থীরা নিজেদের পরীক্ষাকেন্দ্র ও যাতায়াতের তথ্য জানালে রুট অনুযায়ী বাসের ব্যবস্থা করা যাবে। অপর ফরমে সহযোগিতা প্রয়োজন এমন শিক্ষার্থীরা তথ্য দিতে পারবেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সব তথ্য গোপন রাখা হবে।