সুষ্ঠুভাবে চাকসু নির্বাচন করতে আইনশৃঙ্খলা সমন্বয় সভা

এ সময় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনারসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নূরুল মোস্তফা কাজী, চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত |নয়া দিগন্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং হল ও হোস্টেল নির্বাচন-২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলাবিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করে প্রশাসন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ভিসির দফতরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। এ সময় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন প্রো-ভিসি (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন, চাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন।

ভিসি ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেন, ‘আমরা দায়িত্ব নেয়ার পর শিক্ষার্থীদের আগ্রহের ভিত্তিতে অত্যন্ত সফলভাবে একটি জাঁকজমকপূর্ণ সমাবর্তন আয়োজন করেছি। এরপর আমাদের অগ্রাধিকারের বিষয় ছিল চাকসু নির্বাচন। আশা করি এটাও সফলভাবে সম্পন্ন হবে। তবে সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সফলভাবে চাকসু নির্বাচন সম্পন্ন করতে পারলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। এতে আমরা সবাই নতুন ইতিহাসের স্বাক্ষী হবো। আমি সকলের একান্ত সহযোগিতা কামনা করছি।’

প্রো-ভিসি (প্রশাসন) কামাল উদ্দিন বলেন, ‘চাকসু নির্বাচন আমাদের কাছে জাতীয় নির্বাচনের মতোই। এজন্য এটাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখছি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ হলগুলোতে শৃঙ্খলা বজায় রাখা, নিয়মিত টহল দেয়া ও ক্যাম্পাসে বহিরাগত প্রবেশের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হল প্রভোস্ট ও নিরাপত্তা দফতরসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হলো।’

সমাপনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার মনির উদ্দিন বলেন, ‘দীর্ঘ ৩৬ বছর পর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমান সকল শিক্ষার্থীর আগ্রহের কেন্দ্রবিন্দু চাকসু নির্বাচন। আমরা চাই শিক্ষার্থীদের সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে। আমরা ইতোমধ্যে নির্বাচনের আচরণবিধি নিয়ে শিক্ষার্থীদের সাথে সভা করেছি। শিক্ষার্থীদের থেকে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। আশা করি, উৎসবমুখর ও অংশগ্রণমূলক নির্বাচন হবে।’

চাকসু নির্বাচন কমিশনার ও সদস্য সচিব প্রফেসর ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকীর সঞ্চালনায় আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার চাইলাউ মারমা, চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো: সিরাজুল ইসলাম, র‌্যাব-৭-এর হাটহাজারী ক্যাম্পের এসপি মো: সাইফুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিটিএসবি’র ডিসি মো: গোলাম রুহুল কুদ্দুস, চট্টগ্রাম জেলা পিবিআই’র সহকারী পুলিশ সুপার আবু জাফর মো: ওমর ফারুক, চট্টগ্রাম জিআরপি’র সহকারী পুলিশ সুপার মো: রিজওয়ান সাঈদ জিকু, চট্টগ্রাম ডিজিএফআই’র উপ-পরিচালক মোস্তাক আহম্মেদ ও সহকারী পরিচালক পারভেজ আলম, ডিএসবি চট্টগ্রামের ইনস্পেক্টর ডিআইও-১ মো: নজরুল ইসলাম, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, এনএসআই চট্টগ্রাম এর উপ-পরিচালক মো: আনোয়ার হোসেন মনির, হাটহাজারী থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বক্তব্যের মাধ্যমে তাদের বিভিন্ন মতামত পেশ করেন।

এর আগে প্রফেসর ড. আরিফুল হক সিদ্দিকী নির্বাচনের বিস্তারিত তথ্য সবার সামনে উপস্থাপন করেন। পরে চবি প্রক্টরিয়াল বডির সদস্যরা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় বিষয় এবং কোন কোন স্পটে কতজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্রয়োজন সেসব তথ্য পেশ করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফসর ড. মো: এনায়েত উল্যা পাটওয়ারী, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: গোলাম কিবরিয়া, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো: শাহাদাত হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, চাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর নির্বাচন কমিশনার প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ, প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ, প্রফেসর ড. বেগম ইসমত আরা হক, প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, গোলাম হোসেন হাবিব, প্রফেসর ড. রুমানা আক্তার, ড. মো: আনোয়ার হোসেন, চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, সহকারী প্রক্টরবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতিবৃন্দ, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, বিভিন্ন দফতরের প্রশাসক ও চাকসু নির্বাচন পরিচালনা সংশ্লিষ্ট কর্মকতাবৃন্দ।