সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তি ‘বিএ ও বিএসএস প্রোগ্রামের পরীক্ষা-২০২৪ এ অংশগ্রহণকারীদের অটোপাস দেয়া হয়েছে বা দেয়া হবে’— সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ভুয়া বিজ্ঞপ্তি নিয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) কর্তৃপক্ষ কঠোর সতর্কতা জারি করেছে।
বুধবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো: আনিছুর রহমান এ বিষয়ে একটি সরকারি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেন।
এতে উল্লেখ করা হয়, বাউবির পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত বা ঘোষণা দেয়া হয়নি। বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হলো। একইসাথে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষার তথ্য কেবলমাত্র বাউবির অফিসিয়াল ওয়েবসাইট www.bou.ac.bd এ প্রকাশিত হয়। বিএ ও বিএসএস প্রোগ্রামের শিক্ষার্থী, টিউটর ও সমন্বয়কারীসহ সংশ্লিষ্ট সবাইকে অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য কোনো উৎস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ রইল।