ডাকসুর জুমাকে জড়িয়ে সাইবার বুলিং, নেয়া হচ্ছে ব্যবস্থা

ডাকসুর নবনির্বাচিত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমাকে নিয়ে বিকৃত ছবি ছড়ানোর ঘটনায় অভিযুক্ত ছাত্র প্রিয়ম সাধু পল্লবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
ফাতিমা তাসনিম জুমা
ফাতিমা তাসনিম জুমা |সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নবনির্বাচিত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমাকে নিয়ে বিকৃত ছবি ও সাইবার বুলিংয়ের অভিযোগে ব্যবস্থা নেয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাহিত্য ও ক্রীড়া সম্পাদক ও ডাকসুর কার্যনির্বাহী সদস্য মো: মিফতাহুল হোসাইন আল মারুফ এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবির ২০-২১ সেশনের ৭০তম ব্যাচের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের প্রিয়ম সাধু পল্লব গত ৮ সেপ্টেম্বর রাত সোয়া ১০টায় তার ডিপার্টমেন্টের হোয়াটসঅ্যাপ গ্রুপে ‘নিরঙ্কুশ-৭০’ এ ফাতিমা তাসনিম জুমাকে জড়িয়ে ইডিট ছবির একটি গুগল ড্রাইভ লিংক শেয়ার করেন, যেটিতে শিরোনাম ছিল ‘শিবিরের সেবাদাসী ঝুমা কট’। গ্রুপটিতে ৪৫ জনের বেশি ছাত্রীসহ ৮৫ জন শিক্ষার্থী যুক্ত রয়েছে।

ডাকসুর কার্যনির্বাহী সদস্য মো: মিফতাহুল হোসাইন আল মারুফ জানিয়েছেন, এই ছেলের ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। প্রক্টরের বরাবর অফিসিয়াল আবেদন, ডিপার্টমেন্ট বরাবর আবেদন ও মামলার প্রক্রিয়া চলছে।

তিনি আরো বলেন, কোনো ধরনের স্লাট-শেমিং বা সেক্সচুয়াল হ্যারাসমেন্ট আমরা সহ্য করব না। এটাই আমাদের প্রতিজ্ঞা।