কেউ হিংসা-বিদ্বেষ লালন করতে চাইলে ক্ষতি নেই : সর্ব মিত্র

ডাকসু কার্যনির্বাহী সদস্য নির্বাচিত সর্ব মিত্র চাকমা বলেছেন, হিংসা-বিদ্বেষ থাকলেও ক্ষতি নেই এবং সবাইকে নিয়ে একসাথে কাজ করবেন। তিনি নির্বাচিত হওয়াকে ক্ষমতা নয়, দায়িত্ব হিসেবে দেখছেন এবং শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
সর্ব মিত্র চাকমা
সর্ব মিত্র চাকমা |সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন সর্ব মিত্র চাকমা। ৮ হাজার ৯৮৮ ভোট পেয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের এই প্রার্থী।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মো: জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

বিজয় নিশ্চিত হওয়ার পর ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে প্রতিক্রিয়া জানান সর্ব মিত্র চাকমা। তিনি লেখেন, ‘সিনেট থেকে বের হয়ে ফরহাদ ভাইয়ের প্রথম উপদেশ, এতদিন তোমার পেছনে যারা লেগে ছিল, সেসব এখন অতীত। হিংসা-বিদ্বেষ ভুলে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে। আরো নম্রতার সাথে সবকিছু ডিল করতে হবে।’

সর্ব মিত্র বলেন, ‘আপনাদের ভালোবাসা-দোয়া-আশীর্বাদ আমাকে বিচলিত হতে দেয়নি এক মুহূর্তের জন্য। কখনো ভাবনায় আসেনি- ভুল করেছি কিনা! আপনাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা।’

তিনি আরো বলেন, ‘বিশেষ কারণে কেউ হিংসা-বিদ্বেষ লালন করতে চাইলে ক্ষতি নেই। তবে আমাদের অধিকার আদায়ে আপনাদের সহযোগিতা কামনা করি। দল-মত ভুলে একসাথে আপনাদের সাথে কাজ করতে চাই।’

তিনি উল্লেখ করেন, ‘ডাকসুতে নির্বাচিত হওয়াটা আমার কাছে চেয়ার বা পদ বা ক্ষমতা নয়, এটা একটা বিরাট দায়িত্ব। হাজারটা প্রত্যাশা নিয়ে আপনারা আমাকে নির্বাচিত করেছেন, প্রত্যাশা এবং প্রাপ্তির সমীকরণটা যেভাবেই হোক মেলাতেই হবে!’

সর্ব মিত্র ফেসবুকে আরো আরো লেখেন, ‘স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেয়ার দায়িত্ব অর্পণ করেছেন, আমি আপনাদের নিরাশ করব না। আমাদের সংগ্রাম জারি থাকবে!’