হাবিপ্রবিতে হামলাকারীদের নাম প্রকাশে ২৪ ঘণ্টার আল্টিমেটাম, নাহলে পদত্যাগ দাবি

‘গত রিজেন্ট বোর্ডের সভায় হামলাকারীদের নাম প্রকাশের সিদ্ধান্ত হলেও কোনো এক অদৃশ্য শক্তির বলে সেটি প্রকাশ করছে না প্রশাসন। আমরা এই প্রশাসনের কালক্ষেপণ আর সহ্য করবো না।’

হাবিপ্রবি প্রতিনিধি

Location :

Dinajpur
হাবিপ্রবিতে হামলাকারীদের নাম প্রকাশে ২৪ ঘণ্টার আল্টিমেটাম, নাহলে পদত্যাগ দাবি
হাবিপ্রবিতে হামলাকারীদের নাম প্রকাশে ২৪ ঘণ্টার আল্টিমেটাম, নাহলে পদত্যাগ দাবি |নয়া দিগন্ত

১৬ জুলাই সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার বিচার ও হামলাকারীদের নামের তালিকা প্রকাশের দাবিতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, হাবিপ্রবি শাখা।

সোমবার (৩০ জুন) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি থেকে হামলাকারীদের বিচার, নামের তালিকা প্রকাশ, আবাসিক হল থেকে অস্ত্র উদ্ধারের মামলা দায়ের, ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবি জানানো হয়। এসময় হামলাকারীদের নাম প্রকাশের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম প্রদান করা হয়। অন্যথায় রেজিস্ট্রার ও ভিসির পদত্যাগের দাবিতে অনশন শুরুর ঘোষণা দেয়া হয়।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হাবিপ্রবি শাখার আহ্বায়ক তোফাজ্জল হোসেন তপু বলেন, ‘গত রিজেন্ট বোর্ডের সভায় হামলাকারীদের নাম প্রকাশের সিদ্ধান্ত হলেও কোনো এক অদৃশ্য শক্তির বলে সেটি প্রকাশ করছে না প্রশাসন। আমরা এই প্রশাসনের কালক্ষেপণ আর সহ্য করবো না।’