চীনে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছেন নোবিপ্রবির দুই শিক্ষক

বাংলাদেশ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, সাংবাদিকসহ মোট ২৫ জন এ আয়োজনে অংশ নেবেন বলে জানা গেছে।

সাজিদ খান, নোবিপ্রবি

Location :

Noakhali
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি)
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) |নয়া দিগন্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দুইজন শিক্ষক যোগ দিচ্ছেন চীনে অনুষ্ঠিতব্য ইয়ুথ লিডারস ডেলিগেশনে।

বাংলাদেশ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, সাংবাদিকসহ মোট ২৫ জন এ আয়োজনে অংশ নেবেন বলে জানা গেছে।

সাংহাই ইনিস্টিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিস এবং সেন্টার ফর চায়না স্টাডিজের (সিসিএস) যৌথ আয়োজনে আগামী ১১ জুন থেকে ২১ জুন ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিতব্য এ ইয়ুথ লিডারস ডেলিগেশনে যোগ দিচ্ছেন নোবিপ্রবির আইন বিভাগের সহকারী অধ্যাপক সাজ্জাদুল করিম, ফলিত গনিত বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল করিম।

মূলত, চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব আরো সুদৃঢ় করা এবং দুই দেশের জনগণের পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির লক্ষ্যে সিসিএস এ আয়োজন করেছে। এই সফরের মূল উদ্দেশ্য হলো অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অভিজ্ঞতা বিনিময় এবং সাংস্কৃতিক আদান-প্রদান।

ওই সফরের যাবতীয় খরচ, রিটার্ন এয়ার টিকিট, ভ্রমণ বীমা, আবাসন এবং স্থানীয় যাতায়াত খরচ বহন করবে সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস)।