জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) তৃতীয় কার্যনির্বাহী সভায় সিনেটে জাকসুর পাঁচজন ছাত্র প্রতিনিধি নির্বাচিত করা হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসির সভাকক্ষে অনুষ্ঠিত জাকসুর তৃতীয় কার্যনির্বাহী সভায় নির্বাচিত পাঁচজন প্রতিনিধি নির্বাচিত করা হয়।
নির্বাচিত সিনেট প্রতিনিধিরা হলেন, জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম, এজিএস (পুরুষ) ফেরদৌস আল হাসান, এজিএস (নারী) আয়েশা সিদ্দিকা মেঘলা এবং পরিবেশ ও প্রকৃতিবিষয়ক সম্পাদক মো: সাফায়েত মীর।
এসময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ও জাকসুর সভাপতি অধ্যাপক কামরুল আহসান, রেজিস্ট্রার মো: আব্দুর রব এবং জাকসুর নির্বাচিত অন্যান্য নেতারা।
জিএস মাজহারুল ইসলাম বলেন, ‘সিনেটে পাঁচজন শিক্ষার্থী প্রতিনিধি আজকে নির্বাচিত করা হয়েছে। জাকসুর নির্বাচিত প্রতিনিধিদের মতামতের মাধ্যমে জাকসুতে নির্বাচিতদের মধ্যে সিনেট প্রতিনিধি নির্বাচিত করা হয়েছে। আমরা যেসব কমিটমেন্ট দিয়েছি সেগুলো বাস্তবায়ন করব। শিক্ষার্থীদের সব সমস্যা সমাধানে আমরা পাশে থাকব।’



