মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের অধীনে গঠিত বায়োটেক ক্লাব ২০০৭ সালের ৮ আগস্ট আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের নথিভুক্ত হলেও দীর্ঘদিন পূর্ণাঙ্গ কমিটি ছিল না। তবে ক্লাবটি বিভিন্ন সময় নবীন শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে কুইজ, সেমিনার, দেয়ালিকা, দিবস পালনসহ নানা কার্যক্রম পরিচালনা করে এসেছে।
অবশেষে গত ২৪ মে ‘Biotech to Pharma: Alumni Insights and Industry Integration’ শীর্ষক এক সেমিনারের মাধ্যমে ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। বিভাগীয় চেয়ারম্যান ও ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. একেএম মহিউদ্দিনের স্বাক্ষরিত একটি অফিসিয়াল নথির মাধ্যমে এ ঘোষণা প্রদান করা হয়।
ঘোষিত কমিটির সদস্যরা হলেন- প্রেসিডেন্ট আবিদা সুলতানা নূপুর, ১ নম্বর ভাইস-প্রেসিডেন্ট মো: মাঈনুদ্দিন হোসেইন, ২ নম্বর ভাইস-প্রেসিডেন্ট ওমামা আশরাফ ভাবনা, জেনারেল সেক্রেটারি মো: উজ্জ্বল হোসেন, জয়েন্ট সেক্রেটারি প্রত্যয় আহম্মেদ মাসুম, অর্গানাইজিং সেক্রেটারি মো: মেহেদী হাসান খান সিয়াম, কো-অর্গানাইজিং সেক্রেটারি মো: মাহমুদুল হাসান, ট্রেজারার মোসা. মারজিয়া, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার ইকরামুল হাসান রাহাত, এক্সিকিউটিভ সেক্রেটারি মোসা: সালমা আক্তার মুন্নি, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সেক্রেটারি অনিক পাল, তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি সেক্রেটারি তাসলিমা আক্তার সুমাইয়া, সহকারী তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি সেক্রেটারি কাজী ফয়সাল, প্রচার ও জনসংযোগ সেক্রেটারি মারজিয়া নূর, সহকারী প্রচার ও জনসংযোগ সেক্রেটারি আদিবা রহমান ও মির্জা তামান্না রিমা, প্রকাশনা সেক্রেটারি আফিয়া খন্দকার, সহকারী প্রকাশনা সেক্রেটারি খাতুনে জান্নাত ফারজানা, এক্সিকিউটিভ সদস্য মৌমিতা চৌধুরী মৌরি, ফারিয়া ফেরদৌস মীম, মো: হৃদয় মিয়া, মারিয়া ইসলাম, মুশফিকান হিল্লোল, সাবিলা জান্নাত রিয়া ও মোসা: সায়মা আক্তার।
কমিটি ঘোষণার পরই ক্লাবটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান iGEM এবং দেশীয় শিল্পপ্রতিষ্ঠান Bioted-এর সাথে যৌথভাবে বিভিন্ন সেমিনার ও সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করে।
ক্লাব প্রেসিডেন্ট আবিদা সুলতানা নূপুর বলেন, ‘আমরা এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই, যেখানে প্রত্যেক সদস্য দায়িত্ব নিয়ে কাজ করবে, স্বাধীনভাবে চিন্তা করবে এবং নেতৃত্ব গঠনে প্রস্তুত হবে। বায়োটেক ক্লাব হবে জ্ঞানচর্চা ও সৃজনশীলতার কেন্দ্র।’
জেনারেল সেক্রেটারি মো. উজ্জ্বল হোসেন বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবে বায়োটেকনোলজি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও আমাদের দেশে এখনো এ খাত যথাযথভাবে পরিচিত নয়। আমরা চাই, এই ক্লাব হবে গবেষণা ও উদ্ভাবনের প্রাণকেন্দ্র, যেখান থেকে নতুন প্রজন্ম বায়োটেকনোলজির গুরুত্ব উপলব্ধি করবে।’