গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের ইয়াছিন আল মৃদুল দেওয়ান এবং জিএস পদে নির্বাচিত হয়েছেন ভেটেনারি বিভাগের রায়হান খান।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টায় গকসুর প্রধান নির্বাচন কমিশনার রফিকুল আলম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে অন্যান্য সম্পাদকীয় পদের মধ্যে সহ-সাধারণ সম্পাদক পদে ১ হাজার ৪০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সামিউল হাসান এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী শিফাতুর রহমান শিশির পেয়েছেন ১ হাজার ২৩৯ ভোট। কোষাধ্যক্ষ পদে ১ হাজার ৪৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন খন্দকার আব্দুর রহিম এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী সালাউদ্দিন আহমেদ পেয়েছেন ৯৫৩ ভোট।
ক্রীড়া সম্পাদক পদে ১ হাজার ৪৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফয়সাল আহমেদ এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আব্দুল্লাহ আল বাকির পেয়েছেন ৯৫৯ ভোট। সহ-ক্রীড়া সম্পাদক পদে ১ হাজার ৩০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল নোহান এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিউদ্দিন শিহাব পেয়েছেন ১ হাজার ১৮০ ভোট।
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২ হাজার ৩৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মারুফ এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী রাকিব রায়হান পেয়েছেন ৯৫৪ ভোট। সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২ হাজার ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন লিশা চাকমা এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রিদয় হোসেন পেয়েছেন ১ হাজার ১৮৬ ভোট।
দফতর সম্পাদক পদে ১ হাজার ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শারমিন আক্তার এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী নাছির উদ্দিন সারোয়ার পেয়েছেন ৭৭৬ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ১ হাজার ৮৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদৌস এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মেঘলা আক্তার পেয়েছেন ৭৩৪ ভোট।
সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক পদে ১ হাজার ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মনোয়ার হোসেন অন্তর এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুল হোসেন রিমন পেয়েছেন ১ হাজার ১৪৭ ভোট।
এছাড়াও কার্যকরী সদস্য পদের মধ্যে কৃষি অনুষদে কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মহিউল আলম দোলন। ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগে কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হুমায়ূন কবির। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদদের কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মেহেরুন খিলজী মিতু।
স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের কার্যকরী সদস্যের দু’টি পদে জয়লাভ করেন মাইক্রোবায়োলজি বিভাগের নাশরুণ সেঁজুতি অরণি এবং ফার্মেসি বিভাগের পার্থ সরকার। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের চারটি কার্যকরী সদস্য পদের চারজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শাকিল আহাম্মেদ, সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের মো: সেলিম আহমেদ অলি, আইন বিভাগের মো: মেহেদী হাসান এবং একই বিভাগের মিনতুজ আক্তার মিম।
উল্লেখ্য, সাত বছর পর অনুষ্ঠিত হয়েছে গকসু নির্বাচন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ১৯টি ভোটকেন্দ্রে চলে ভোটগ্রহণ। এরপর বিকেল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ভোটগণনা শেষে রাত পৌনে ১২টায় ফলাফল প্রকাশ করা হয়। এবারের নির্বাচনে মোট ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৬৩ জন প্রার্থী। নির্বাচনে মোট ভোটার ৪ হাজার ৭৬১ জন।