টাইমস র‌্যাঙ্কিংয়ে প্রথমবার জায়গা পেল মাভাবিপ্রবি, অবস্থান ১২তম

মাভাবিপ্রবি প্রথমবারের মতো টাইমস হায়ার অ্যাডুকেশন-এর বিশ্ব র‌্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে- যা দেশের উচ্চশিক্ষা ইতিহাসে এক গৌরবময় মাইলফলক।

মেহেদী হাসান খান সিয়াম, মাভাবিপ্রবি

Location :

Tangail
টাইমস র‌্যাঙ্কিংয়ে প্রথমবার জায়গা পেল মাভাবিপ্রবি
টাইমস র‌্যাঙ্কিংয়ে প্রথমবার জায়গা পেল মাভাবিপ্রবি |নয়া দিগন্ত

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা মূল্যায়ন সংস্থা টাইমস হায়ার অ্যাডুকেশন (Times Higher Education-THE) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৬’-এ প্রথমবারের মতো স্থান করে নিয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)।

আজ বৃহস্পতিবার প্রকাশিত তালিকায় বিশ্ব র‌্যাঙ্কিংয়ে প্রতিষ্ঠানটির অবস্থান ১২০১-১৫০০-এর মধ্যে এবং দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১২তম।

শিক্ষার মান, গবেষণার পরিবেশ, শিল্পখাতে সংযোগ এবং আন্তর্জাতিক উপস্থিতি-এই চারটি সূচককে ভিত্তি করে র‌্যাঙ্কিংটি তৈরি করা হয়েছে। এবারে বাংলাদেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয় তালিকাভুক্ত হয়েছে, যার মধ্যে ১৯টি সরাসরি র‌্যাঙ্কিংয়ে এবং নয়টি রিপোর্টার ক্যাটাগরিতে স্থান পেয়েছে। দেশের তালিকার শীর্ষে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়।

এই অর্জন প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘মাভাবিপ্রবি প্রথমবারের মতো টাইমস হায়ার অ্যাডুকেশন-এর বিশ্ব র‌্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে- যা দেশের উচ্চশিক্ষা ইতিহাসে এক গৌরবময় মাইলফলক। এটি শিক্ষার মান, গবেষণার গভীরতা এবং আন্তর্জাতিক মানদণ্ডে নিজেদের প্রমাণ করার এক অনন্য স্বীকৃতি।’

তিনি আরো বলেন, ‘এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। এটি তরুণ প্রজন্মকে জ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তি গবেষণায় অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে মাভাবিপ্রবিকে একটি বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে।’

উল্লেখ্য, এবারের র‌্যাঙ্কিংয়ে বিশ্বের ১১৫টি দেশের দুই হাজারের বেশি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। শীর্ষে রয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি, যা টানা ১০ বছর ধরে প্রথম স্থান ধরে রেখেছে।