কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে শাহবাগ অবরোধ

এসময় শিক্ষার্থীরা শাহবাগ চার রাস্তার মোড় আটকে কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এতে এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নয়া দিগন্ত অনলাইন
কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ
কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ |নয়া দিগন্ত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি মুহাম্মাদ মাছুদের পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)সহ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মিছিল নিয়ে শাহবাগে সমবেত হন তারা। এসময় শিক্ষার্থীরা শাহবাগ চার রাস্তার মোড় আটকে কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এতে এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে সোমবার টিএসসিতে এক কর্মসূচি থেকে মঙ্গলবার রাত ১০টার মধ্যে কুয়েটের ভিসিকে পদত্যাগের জন্য সময় বেঁধে দেয়া হয়েছিল। এই সময়ের মধ্যে কুয়েট ভিসিকে না সরানো হলে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে নিয়ে ‘কুয়েট বাঁচাতে শাহবাগ ব্লকেড’–এর ঘোষণা দেয়া হয়েছিল।

বেঁধে দেয়া সময়ের মধ্যে কুয়েটের ভিসি পদত্যাগ না করায় বিভিন্ন প্রতিষ্ঠানের বেশকিছু শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে এসে রাত ১০টা ৪০ মিনিটে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন।