রবির নিজস্ব ক্যাম্পাস নির্মাণের দাবিতে মহাসড়কে সাংস্কৃতিক প্রতিবাদ

বুধবার (৩০ জুলাই) সকাল ১০ টায় সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কের ওপর অবস্থান নিয়ে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।

নুরুল ইসলাম রইসী, সিরাজগঞ্জ

Location :

Sirajgonj
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস নির্মাণের দাবিতে সাংস্কৃতিক প্রতিবাদ।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস নির্মাণের দাবিতে সাংস্কৃতিক প্রতিবাদ। |নয়া দিগন্ত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপির দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে গান, নাটক ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

আজ বুধবার (৩০ জুলাই) সকাল ১০ টায় সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কের ওপর অবস্থান নিয়ে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।

এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি চলে। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিবাদী গান ও কবিতায় স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি তুলে ধরেন।

জানা গেছে, দীর্ঘ নয় বছর আগে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। নয় বছর যাবত ভাড়া করা আঙ্গিনায় পাঠদান চলছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস নির্মাণের জন্য সামান্য অঙ্কের ডিপিপি অনুমোদন না হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসী দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের কাছে বিভিন্ন সময়ে তাদের দাবি, হতাশা ও ক্ষোভের কথা জানিয়ে আন্দোলন করেছেন তারা।

উল্লেখ্য, গত ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ডিপিপির দ্রুত অনুমোদন ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কম্পাসের পূর্ণ বাস্তবায়নের দাবিতে লাগাতর আন্দোলন করছে। আজ বুধবার বিকেলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মশাল মিছিলসহ নানা কর্মসূচি পালনের ডাক দিয়েছেন।

এদিকে আন্দোলন চলা সময়ে গত ২৭ জুলাই একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অ্যাজেন্ডাভুক্ত হয়নি, এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। একনেক বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়টি আবাসিক হল নির্মাণের জন্য প্রায় তিন হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন অন্যদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাত্র পাঁচ শ’ ১৯ কোটি ১৫ লাখে টাকার ডিপিপি অনুমোদন তো নয়ই, একনেকের অ্যাজেন্ডাভুক্তও না করা দেশের শিক্ষাব্যবস্থায় বৈষম্য হচ্ছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস নির্মাণের জন্য সব শর্তপূরণ ও প্রমাণক সরবরাহ করা হয়েছে। পরিবেশসহ অন্যান্য বিষয় সরেজমিনে দেখার জন্য গত মাসে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন এলাকা পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা সিদ্দিকী।

এরপরও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপির অনুমোদন কেন হচ্ছে না, বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সিরাজগঞ্জের সাধারণ মানুষ প্রশ্ন তুলেছে। শিক্ষক-শিক্ষার্থীরা ডিপিপির অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের আগ পর্যন্ত মহাসড়কের ওপর প্রতীকি শ্রেণিকার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছেন।