শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সাস্ট) আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন লাইফ সাইন্স (আইসিএলএস ২০২৫)’-এ ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিজ্ঞানী, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে সাস্টের কেন্দ্রীয় মিলনায়তনে ‘কারেন্ট রিসার্স, ইনোভেশন্স অ্যান্ড ফিউচার পারসপেকটিভ’ শীর্ষক এই সম্মেলনের উদ্বোধনী দিনে প্রফেসর ড. আবদুর রব দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, বরেণ্য শিক্ষাবিদ, বিজ্ঞানী ও গবেষকদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এ সময় তাকে আয়োজকদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। প্যাট্রোন ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সাস্টের প্রো-ভিসি প্রফেসর ড. মো: সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: ইসমাইল হোসেন।
দুই দিনব্যাপী এই সম্মেলন ছয়টি প্যারালাল সেশনে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি সেশনে বাংলাদেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ের ভিসিবৃন্দ কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখছেন। তারা হলেন— প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম (সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়), প্রফেসর ড. মো: আনোয়ারুল আজিম আকন্দ (মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), প্রফেসর ড. হোসাইন উদ্দিন শিকদার (গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), প্রফেসর ড. মো. আবদুল মজিদ (যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), প্রফেসর ড. মো. আতিয়ার রহমান (রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), প্রফেসর ড. মো. রোকনুজ্জামান (জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)।
সম্মেলনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মো: আবদুল্লাহ আল মামুন।