শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন ঘিরে সৃষ্ট সঙ্কটে দীর্ঘ প্রায় ১২ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর শিক্ষার্থীরা শর্ত সাপেক্ষে প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়েছেন। এতে প্রায় ১২ ঘণ্টা পর ভিসি ও প্রো-ভিসি ভবনটি থেকে বের হতে সক্ষম হয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের তালা খুলে দেন এবং আন্দোলন কর্মসূচি স্থগিত করে ক্যাম্পাস ত্যাগ করেন। তবে আন্দোলন পুরোপুরি প্রত্যাহার না করে মঙ্গলবার সকাল ১০ টা থেকে কর্মসূচি ঘোষণা করেছেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০টা থেকে আদালতের রায় না আসা পর্যন্ত তারা রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন। এ সময় প্রশাসনের কেউ ক্যাম্পাস ত্যাগ করতে পারবেন না বলেও শর্তও আরোপ করা হয়েছে।
শিক্ষার্থীদের দেয়া শর্ত অনুযায়ী, শাকসু নির্বাচন-সংক্রান্ত কাজে প্রশাসনের কেউ যদি মন্ত্রণালয়ে যেতে বাধ্য হন, তাহলে তা আগে থেকেই আন্দোলনকারী শিক্ষার্থীদের অবহিত করতে হবে। অন্যথায় ক্যাম্পাস ত্যাগের কোনো সুযোগ দেয়া হবে না।
এর আগে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন-১-এ তালা ঝুলিয়ে দেন তারা। এতে ভিসি, প্রো-ভিসি, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রারসহ ভবনে অবস্থানরত কর্মকর্তারা দীর্ঘ সময় অবরুদ্ধ থাকেন।



