শাকসু নির্বাচন : রায় বিপক্ষে গেলে ক্যাম্পাস শাটডাউনের হুশিয়ারি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে হাইকোর্টের রায় শিক্ষার্থীদের পক্ষে না এলে পুরো ক্যাম্পাস 'কমপ্লিট শাটডাউন' ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শাকসু নির্বাচনের বিভিন্ন পদের প্রার্থীরা।

হোসাইন ইকবাল, শাবিপ্রবি

Location :

Sylhet
শাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদের শাবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা
শাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদের শাবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা |নয়া দিগন্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে হাইকোর্টের রায় শিক্ষার্থীদের পক্ষে না এলে পুরো ক্যাম্পাস 'কমপ্লিট শাটডাউন' ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শাকসু নির্বাচনের বিভিন্ন পদের প্রার্থীরা।

বুধবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তারা।

সংবাদ সম্মেলনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী দেলোয়ার হাসান শিশির বলেন, 'গতকাল আমাদের ভোট গ্রহণের কথা ছিল। কিন্তু একটি দলের প্ররোচনায় দুইজন প্রার্থী ভোটের মাত্র দুই দিন আগে হাইকোর্টে রিট করেছেন। এর ফলে প্রায় নয় হাজার শিক্ষার্থীর গণতান্ত্রিক ভোটাধিকার হরণ করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে দাবি জানাচ্ছি, হাইকোর্ট যেন অনতিবিলম্বে শিক্ষার্থীদের পক্ষে রায় দেন। অন্যথায় শাবিপ্রবি ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হবে।'

শিবির সমর্থিত জিএস প্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, 'আমাদের ভাই-বোনেরা দিনরাত কষ্ট করে প্রচারণা চালিয়েছেন। কেউ টিউশনি করে জমানো টাকা খরচ করেছে, কেউ ঋণ করে নির্বাচনী প্রচারণা চালিয়েছে। কিন্তু ভোটের দুই দিন আগে রিট করে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এটির জবাব শিক্ষার্থীরাই দেবে।'

এ সময় স্বতন্ত্র জিএস প্রার্থী ফয়সাল হোসেন বলেন, 'ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ২১ দিনের মধ্যে অন্য নির্বাচন আয়োজনের বিষয়ে যে বিধান রয়েছে, শাকসু নির্বাচনের ক্ষেত্রে আমরা চাই হাইকোর্ট যেন সেটিকে বাধ্যবাধকতার আওতার বাইরে রাখেন। কারণ আমাদের নির্বাচনের তফশিল অনেক আগেই ঘোষণা করা হয়েছিল। আমরা যেকোনো মূল্যে শাকসু নির্বাচন চাই। কোনো ধরনের চাপ কিংবা পেশিশক্তি আমরা মেনে নেব না।'

উল্লেখ্য, শাকসু নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগের শিক্ষার্থীরা আজ থেকে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।