শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে চলমান অস্থিরতার মধ্যে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তিনটি শর্তে প্রার্থীদের লিখিত অঙ্গীকারের কথা জানানো হয়েছে। তবে এসব শর্ত প্রত্যাখ্যান করে বিনা শর্তে নির্বাচনের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় প্রধান নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনসহ সকল নির্বাচন কমিশনারদের উপস্থিতিতে অনুষ্ঠিত ফুল কমিশন সভায় অংশ নেন ভিসি। সভায় শাকসু নির্বাচন ঘিরে উদ্ভূত সার্বিক পরিস্থিতি ও জটিলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভা শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশন তিনটি শর্তে সম্মতি জানিয়েছে। শর্তগুলো হলো— নির্বাচনকালীন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে না এবং জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের প্রভাব পড়বে না। এসব শর্তে প্রার্থীদের লিখিত স্বাক্ষর দিতে হবে। তবেই শাকসু নির্বাচন আয়োজনে কমিশনের আপত্তি থাকবে না।
তবে নির্বাচন কমিশনের এ শর্তকে প্রত্যাখ্যান করেছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা। তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের দাবি, কোনো শর্ত ছাড়াই আজই ঘোষণা দিতে হবে যে আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। দাবি মানা না হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।



