প্রতি মাসে ৫ হাজার টাকা পাবে যবিপ্রবির সিএসই বিভাগের শিক্ষার্থীরা

‘এডিবি ও বাংলাদেশ সরকারের অর্থায়নে তিনটি বিশ্ববিদ্যালয় এ শিক্ষাবৃত্তি পাবে। শিক্ষাবৃত্তির মেয়াদকাল আপাতত ২০২৮ সাল পর্যন্ত নির্ধারিত হয়েছে। পরবর্তী সময়ে এ মেয়াদকাল বাড়ানো হতে পারে। এ বৃত্তিতে শিক্ষার্থীরা উপকৃত হবে।’

যবিপ্রবি প্রতিনিধি
প্রতি মাসে ৫ হাজার টাকা পাবে যবিপ্রবির সিএসই বিভাগের শিক্ষার্থীরা
প্রতি মাসে ৫ হাজার টাকা পাবে যবিপ্রবির সিএসই বিভাগের শিক্ষার্থীরা |সংগৃহীত

প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি পাবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের স্নাতক পর্যায়ের সকল শিক্ষার্থীরা। চলতি বছরের জুলাই মাস থেকে এ শিক্ষাবৃত্তি কার্যকর হবে।

সোমবার (১৯ মে) আইসিএসইটিইপি আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানান যবিপ্রবির ভিসি অধ্যাপক ড. মো: আব্দুল মজিদ।

জানা যায়, এ শিক্ষাবৃত্তি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকারের অর্থায়নে দেয়া হবে। যা শিক্ষার্থীদের শিক্ষা-সহযোগিতা ও সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে।

এ বিষয়ে ওই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব খন্দকার বলেন, ‘বিশ্ববিদ্যালয় ও সিএসই বিভাগের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও শিক্ষার্থীবান্ধব। এতে শিক্ষার্থীরা আর্থিক সমস্যা কাটিয়ে অ্যাকাডেমিক ও প্রোগ্রামিং দক্ষতার প্রতি আরো বেশি মনোযোগী হতে পারবে। যা বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং ক্রমশ উন্নতি হবে বলে আশা করছি।’

সিএসই বিভাগের সভাপতি ড. মো: কামরুল ইসলাম বলেন, ‘এডিবি ও বাংলাদেশ সরকারের অর্থায়নে তিনটি বিশ্ববিদ্যালয় এ শিক্ষাবৃত্তি পাবে। শিক্ষাবৃত্তির মেয়াদকাল আপাতত ২০২৮ সাল পর্যন্ত নির্ধারিত হয়েছে। পরবর্তী সময়ে এ মেয়াদকাল বাড়ানো হতে পারে। এ বৃত্তিতে শিক্ষার্থীরা উপকৃত হবে।’