জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তিতে আবেদনের সময় বাড়ানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইন প্রাথমিক আবেদনের শেষ দিন আগামী ২৪ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা। প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন (ভারপ্রাপ্ত) ড. মো: আশেক কবির চৌধুরী স্বাক্ষরিত স্মারকে বুধবার (২৭ আগস্ট) এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো।
আগ্রহী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ৮০০/- টাকা কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে। বাসস