বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে অভিষেক বক্তৃতা প্রদান করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। মঙ্গলবার (১৯ আগস্ট) আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে তিনি এ বক্তৃতা প্রদান করেন।
এর আগে ৩১ জুলাই শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে চার বছরের জন্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি পদে প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রবকে নিয়োগ প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়। নিয়োগ পাওয়ার পর এরই মধ্যে তিনি ভিসি পদে যোগ দেন ও মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে অভিষেক বক্তৃতা প্রদান করেন। এর আগে তাকে অনুষ্ঠানস্থলে ফুল দিয়ে বরণ করে নেন ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অভিষেক বক্তৃতায় তার মেয়াদকালে প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব শিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম বৃদ্ধি, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক উন্নয়ন এবং নৈতিক-মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় মটো 'এ সেন্টার অব অ্যাকাডেমিক অ্যান্ড মোরাল এক্সিলেন্স' ধারণ করে জাতিকে উচ্চশিক্ষায় শিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মেধাবী তরুণ প্রজন্ম উপহার দেয়ার পাশাপাশি ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সবাইকে নিয়ে আগামীতে বিশ্ববিদ্যালয়টিকে সেরাদের সেরা হিসেবে গড়ে তুলতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এ খ্যাতিমান শিক্ষাবিদ, গবেষক ও আন্তর্জাতিক পরিবেশ বিজ্ঞানী।
ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রবকে স্বাগত জানিয়ে শিক্ষকদের মাঝে বক্তৃতা করেন বিজনেস অ্যান্ড ইকোনোমিকস অনুষদের ডিন মো: মাহবুব আলম, আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ড. আবু আইয়ুব মো: ইব্রাহিম, ইইই বিভাগের প্রধান প্রফেসর মো: এরশাদুল হক চৌধুরী, ফার্মেসি বিভাগের প্রফেসর ড. মনিরা আহসান, ইংরেজি বিভাগের প্রধান তাসমিয়া মোসলেহউদ্দীন, ফার্মেসি বিভাগের প্রধান মো. রেজাউল করিম, আইন বিভাগের প্রধান আব্দুল্লাহ হিল গনি, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাজমুল হক শিকদার শিবলু প্রমুখ।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ.এইচ.এম. আবু সায়ীদের সঞ্চালনায় অনুষ্ঠানে কর্মকর্তাদের মাঝে বক্তৃতা করেন অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সের ডিরেক্টর ফরিদ উদ্দিন আহমেদ এফসিএ ও ডেপুটি রেজিস্ট্রার মো: আলমগীর হোসেন।
এছাড়া অনুষ্ঠানে ছাত্র প্রতিনিধিদের মাঝে বক্তৃতা করেন ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট সুজায়েত উল্লাহ, মোরালিটি অ্যান্ড ইথিক্স (ছাত্রী) ক্লাবের প্রেসিডেন্ট সিরাজাম মুনিরা, সিএসই ক্লাবের প্রেসিডেন্ট আনিস উদ্দৌলা, কালচারাল ক্লাবের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত প্রমুখ।
বক্তারা প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রবের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে তার সুচিন্তিত দিক নির্দেশনার আলোকে সকলে মিলে একযোগে কাজ করতে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এ সময়।
এর আগে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই বিপ্লবের পর বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রবকে ভারপ্রাপ্ত ভিসি হিসেবে মনোনয়ন দিয়েছিল। পরে একই বোর্ড তাঁকে পূর্ণকালীন ভিসি হিসেবে নিয়োগ প্রদানের জন্য রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাব করে।
নিয়োগের পর তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সকল অংশীজনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বোর্ড অব ট্রাস্টিজের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান তার প্রতি তাদের অব্যাহত আস্থা ও সহযোগিতার জন্য।
প্রসঙ্গত, প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব ২০০৮ সালে প্রথমবারের মতো মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি হিসেবে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক, বিভাগীয় প্রধান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ছিলেন।