জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আর্থিক সুবিধার জন্য পরীক্ষার ফি কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে; নতুন ব্যবস্থা অনার্স পার্ট-৪, পাস কোর্স পার্ট-২ ও পরবর্তী পরীক্ষায় কার্যকর হবে।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয় |নয়া দিগন্ত

শিক্ষার্থীদের আর্থিক অসুবিধা বিবেচনায় নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার ফি কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এ বিষয়ে ঘোষণা আসতে যাচ্ছে।

সভায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টরসহ বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধান এবং বেশ কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, অনেকে ইতোমধ্যে চলমান পরীক্ষার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। তাই নতুন সিদ্ধান্ত অনার্স পার্ট-৪, পাস কোর্স পার্ট-২ এবং পরবর্তী পরীক্ষাগুলোতে কার্যকর হবে।