জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা তৃতীয় দিনের মতো চলমান রয়েছে।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী জানান, ২১টি হলের মধ্যে ১৯টি হলের ভোট গণনা সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভোট গণনা।
অধ্যাপক লুৎফুল এলাহী জানান, ‘আশা করছি দুপুর দেড়টার মধ্যে ভোট গণনা শেষ হবে। এরপর দেড়টা থেকে ৩টার মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।’
উল্লেখ্য, ভোট গণনা সিনেট ভবনে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে হল সংসদের ভোট গণনা সম্পন্ন হয়েছে।