শাবিপ্রবিতে ১৫৬৬ আসনে লড়ছেন ৭৫১৩৪ জন

শাবিপ্রবির ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ১,৫৬৬টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৭৫,১৩৪ জন শিক্ষার্থী; রোববার ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে
শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে |নয়া দিগন্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড ও আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। এবারে ১ হাজার ৫৬৬ আসনে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৭৫ হাজার ১৩৪ শিক্ষার্থী।

রোববার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (https://admission.sust.edu.bd) দেয়া বিজ্ঞপ্তিতে প্রবেশপত্র ও আসনবিন্যাস সম্পর্কে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (Admit Card) এবং আসন বিন্যাস (Seat Plan) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। যারা সফলভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন, তারা ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করার পর ড্যাশবোর্ড থেকে প্রবেশপত্র এবং বিস্তারিত আসন বিন্যাস দেখতে পারবেন।

শাবিপ্রবি সূত্রে জানা গেছে, এ বছর ১ হাজার ৫৬৬ আসনে ভর্তি নেবে শাবিপ্রবি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৯৮৫ ও ‘বি’ ইউনিটে ৫৮১ আসন। এছাড়া পাঁচ ধরনের কোটায় অতিরিক্ত ৭৭টি আসন সংরক্ষিত রাখা হয়েছে। এগুলোর মধ্যে এথনিক মেরিট অ্যালোকেশনে ২৮টি, ডিজেবিলিটি মেরিট অ্যালোকেশনে ১৪টি, টি-লেবার মেরিট অ্যালোকেশনে ৫টি, স্পোর্টস মেরিট অ্যালোকেশনে ১০টি ও সাস্ট কমিউনিটি মেরিট অ্যালোকেশনে ২০টি আসন।

‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষা মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টায় ঢাকা ও সিলেটের পূর্ব নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৭৫ হাজার ১৩৪ শিক্ষার্থী।