দিনব্যাপী নানা আয়োজনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীদের ক্যারিয়ার উন্নয়নে এক বর্ণাঢ্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) ‘বিল্ড ইউর ফিউচার উইথ স্কিলস, ইথিকস অ্যান্ড ভিশন’ শীর্ষক প্রতিপাদ্য সামনে রেখে সিএসই ক্লাবের উদ্যোগে দিনব্যাপী এ কর্মশালা আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো: মিজানুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে এ কর্মশালা শুরু হয়।
‘ছাত্রছাত্রীদের আধুনিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি জাতিকে সৎ, দক্ষ ও মেধাবী জনসম্পদ উপহার দিতে মানারাত ইউনিভার্সিটি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে’ উল্লেখ করে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব বলেন, ‘এখানে পড়াশোনার বাইরে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ১৫টি ক্লাবের মাধ্যমে বছরব্যাপী সেমিনার, কর্মশালা, প্রতিযোগিতাসহ নানা কর্মকাণ্ড পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় সিএসই ক্লাবের উদ্যোগে আজকের এ আয়োজন।’
পৃথক তিনটি অংশে ভিন্ন ভিন্ন বিষয়ের ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়। বিকেলে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মশালা শেষ হয়। এতে ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও কন্ট্রোলার অব এক্সামিনিশন্স এ এইচ এম আবু সায়ীদ, সিএসই ক্লাবের সভাপতি আনিস উদ্দৌলাসহ ক্লাবের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালার প্রথম অংশে ইংরেজি ভাষায় দক্ষতা বাড়াতে আইইএলটিএস’র গুরুত্ব নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ব্রিটিশ কাউন্সিলের সাবেক প্রশিক্ষক প্রকৌশলী নাইম হোসেন। দ্বিতীয় অংশে ভবিষ্যৎ জীবনে পেশাগত উন্নয়নে দিক নির্দেশনা ও উচ্চশিক্ষা অর্জনে দেশে-বিদেশে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচান করা হয়। এ নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন হাওয়ার্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ও মোটিভেশনাল বক্তা ড. মির্জা গালিব। এছাড়া আলোচনায় অংশ নেন রয়াল প্যাসিফিক এডুকেশনের নির্বাহী কর্মকর্তা মো: পাভেল সরকার।
শেষ অংশে গবেষণা ও বিভিন্ন সফট স্কিল অর্জনের ওপর আলোচনা করা হয়। এতে মূল আলোচক হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্রের গবেষক ড. আবু সুফিয়ান। এছাড়া জীবনা বৃত্তান্ত লেখার কৌশল সম্পর্কে আলোচনা করেন রয়াল প্যাসিফিক এডুকেশনের প্রশিক্ষক ইমাম তানভির আল-আলম।
রিসডা, টেক পার্ক ইংলিশ, রয়াল প্যাসিফিক এডুকেশন, দিগন্ত কণ্ঠ ও ব্যাপন কর্মশালায় স্পন্সর করে।