শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শেষ হয়েছে। তিন দিনে মোট ২৫১টি মনোনয়নপত্র বিতরণ করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ৩টা পর্যন্ত ছিল মনোনয়ন বিতরণের তৃতীয় ও শেষ দিন।
কমিশনের মুখপাত্র প্রফেসর ড. মো: নজরুল ইসলাম জানান, তিন দিনে কেন্দ্রীয় সংসদের জন্য ফরম নিয়েছেন ১৪৫ জন এবং হল সংসদের জন্য নিয়েছেন ১০৬ জন প্রার্থী। হল সংসদের মধ্যে পুরুষ প্রার্থী ৭২ জন ও নারী প্রার্থী ৩৪ জন। এছাড়া কেন্দ্রীয় সংসদে মনোনয়নপত্র নিয়েছেন ১৫ জন নারী। এছাড়া ছয়টি হলের মধ্যে সবচেয়ে বেশি ফরম সংগ্রহ হয়েছে সৈয়দ মুজতবা আলী হলে।
চূড়ান্ত হিসাব অনুযায়ী, সৈয়দ মুজতবা আলী হলে মনোনয়নপত্র নিয়েছেন ২৬ জন। শাহপরান হলে ফরম নিয়েছেন ২৫ জন এবং বিজয় চব্বিশ হলে নিয়েছেন ২১ জন। মেয়েদের হলগুলোর মধ্যে আয়েশা সিদ্দিকা ও সিরাজুন্নেসা চৌধুরী হলে সমানভাবে ১২ জন করে মনোনয়নপত্র নিয়েছেন এবং ফাতেমাতুজ জাহরা হলে ফরম নিয়েছেন ১০ জন শিক্ষার্থী।



