মানারাত ইউনিভার্সিটিতে সাংবাদিকতা বিভাগের ক্যাম্পাস টিভি স্টুডিওর আনুষ্ঠানিক উদ্বোধন

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মুহাম্মদ ফজলুর রহমান।

নয়া দিগন্ত অনলাইন
ফিতা কেটে উদ্বোধন
ফিতা কেটে উদ্বোধন

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্যাম্পাস টিভি স্টুডিও উদ্বোধন করা হয়েছে। আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে স্টুডিওটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মুহাম্মদ ফজলুর রহমান। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। এতে আরো বক্তব্য রাখেন ট্রেজারার মো: মনিরুল ইসলাম।

জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্কুলের ডিন প্রফেসর ড. মো: মিজানুর রহমান, বিজনেস অ্যান্ড ইকোনোমিকস স্কুলের ডিন মো: মাহবুব আলম, আর্টস অ্যান্ড হিউম্যানিটিস স্কুলের ডিন ড. আবু আয়ুব মো: ইব্রাহিম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আবু সাঈদ।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লক্ষ্য সৎ ও নিষ্ঠাবান সাংবাদিক তৈরি করা উল্লেখ করে অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ ফজলুর রহমান বলেন, এখন যুদ্ধ হচ্ছে বুদ্ধিভিত্তিক। ক্যাম্পাস টিভির মাধ্যমে শিক্ষার্থীরা হাতে-কলমে শিখে নিজেদের বুদ্ধিভিত্তিক জ্ঞানকে সমৃদ্ধ করবে বলে আমরা আশাবাদী।

একটি জাতির পরিবর্তনে সাংবাদিকরা বড় ভূমিকা রাখেন। মানারাত ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরাও ভবিষ্যতে সেই ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বিশেষ অতিথি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব বলেন, আমাদের সামর্থ্য সীমিত হলেও স্বপ্ন বিশাল। সবাইকে সাথে নিয়ে মানারাতকে দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার মাধ্যমে সেই স্বপ্নের বাস্তাবায়ন করা হবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের গ্র্যাজুয়েট দৈনিক আমার দেশের সাংবাদিক মুজাহিদুল ইসলাম, প্রথম আলোর আব্দুল্লাহ আল নোমান এবং এটিএন বাংলার শেখ সোলায়মান কবির মানারাতের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের পড়াশোনার মান ও নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। বিজ্ঞপ্তি