জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) বিতর্ক চর্চায় অসামান্য অবদান ও সাংগঠনিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ বেস্ট এক্সিলেন্স পারফরমেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে।
সোমবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা বিতর্ককে জ্ঞানচর্চার অন্যতম হাতিয়ার হিসেবে গ্রহণ করে এই সাফল্য অর্জন করেছে।
দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফবিডি) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে (জাবিপ্রবিকে) এই বিশেষ পদক প্রদান করা হয়।
এনডিএফবিডি কর্তৃপক্ষ জাবিপ্রবিকে দেশের বিতর্ক অঙ্গনে একটি অনুকরণীয় মডেল হিসেবে আখ্যায়িত করে তাদের প্রাতিষ্ঠানিক সমর্থন ও কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান এই অর্জনকে শিক্ষার্থীদের মুক্তচিন্তা ও যুক্তিবাদী মনন বিকাশে জাবিপ্রবির প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেন, ‘এই অ্যাওয়ার্ড শুধু একটি স্বীকৃতি নয়, এটি আমাদের শিক্ষার্থীদের প্রজ্ঞা ও পরিশ্রমের প্রতি শ্রদ্ধা। আমরা বিতর্ককে আরো উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর।’
এই সম্মাননা প্রাপ্তিতে জাবিপ্রবি পরিবার আনন্দিত ও গর্বিত। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন মনে করেন, এই পুরস্কার ভবিষ্যতে শিক্ষার্থীদের আরো বেশি করে বিতর্ক চর্চায় উদ্বুদ্ধ করবে এবং বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিতর্কের মাধ্যমে সুপরিচিত করে তুলবে।
বিশ্ববিদ্যালয়ের এই অর্জনে আনন্দিত বিতার্কিকরাও। জাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি রাবেয়া খান বলেন, ‘এটি নিঃসন্দেহে জাবিপ্রবি ডিবেটিং সোসাইটির জন্য একটি স্মরণীয় অর্জন। প্রতিষ্ঠা লাভের খুব অল্প সময়ের মধ্যেই আমরা একাধিক সফল আয়োজন করতে সক্ষম হয়েছি।’



