যৌন হয়রানির অভিযোগে গঠিত তদন্ত কমিটির সুপারিশ এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১১৩তম সভার সিদ্ধান্তক্রমে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো: রশীদুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ অনুযায়ী, রোববার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: শওকাত আলীর নির্দেশে রেজিস্ট্রার ড. মো: হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ জারি করা হয়। বাসস