শরিফুজ্জামান, লোহাগড়া (নড়াইল)
নড়াইলের লোহাগড়ায় ন্যাশনাল পিপলস পার্টি’র (এনপিপি) উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে লোহাগড়া পৌর শহরের ন্যাশনাল পিপলস পার্টির সিএন্ডবি চৌরাস্তায় দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা এনপিপি’র সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল পিপলস পার্টি’র চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ।
প্রধান অতিথির বক্তব্যে ড. ফরিদুজ্জামান বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের মা উল্লেখ করে বলেন, ‘তিনি গত ১৭ বছরসহ সারাজীবন গণতন্ত্রের পক্ষে লড়াই সংগ্রাম করেছেন। তিনিই একমাত্র আপসহীন নেত্রী। তিনি অন্যায়ের সাথে কখনো আপস করেননি।’
তিনি বলেন, ‘খালেদা জিয়া, তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আমরা দেশে আছি, কিন্তু আজ ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে। যে পালিয়ে যায় সে আর কখনো ফিরে আসে না।’
উপজেলা এনপিপি’র সাধারণ সম্পাদক মোল্যা বদিয়ার রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনপিপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শওকত আলী, উপদেষ্টামণ্ডলীর সদস্য বেলাল আহমেদ, নড়াইল জেলার সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন, উপজেলার সহ-সভাপতি শেখ বদরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস, প্রচার সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, যুব ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান অপু, মহিলা নেত্রী ফাতেমাতুর জোহরা (হিরা), মহিলা নেত্রী ববিতা খানম, ডেইজি বেগম, আফসানা মিম, প্রভাসহ প্রমুখ।
এদিকে সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মো: বদরুল আলম।