জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ক্যাম্পাসে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আগামীকাল রোববার বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রো-ভিসি (প্রশাসন) এবং ভিসি বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, রোববার সকল ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম স্থগিত থাকবে। তবে জরুরি সেবা যেমন চিকিৎসা কেন্দ্র, বিদ্যুৎ ও পানি সরবরাহ এবং নিরাপত্তা টিম যথারীতি চালু থাকবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই রেজিস্ট্রার দফতর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।