জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে আগামী ১৬ জানুয়ারি, ২০২৬ (শুক্রবার) ঢাকার শাক্তার ‘আহমেদ সাগর’ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। ‘
পুরনো বন্ধুদের সাথে সেই সোনালী স্মৃতিময় অতীত ফিরে পাওয়া’– এই মূলমন্ত্রকে সামনে রেখে আয়োজিত হতে যাচ্ছে এই মিলনমেলা। এতে জগন্নাথ কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সকল বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
অ্যাসোসিয়েশনের সভাপতি মো: মাঈনুদ্দিন বুলবুল এবং সঞ্চালক কাজী ইমরোজ জানান, সকল ভেদাভেদ ভুলে প্রাক্তন ও বর্তমানদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানটি সফল করতে বিশেষ সমন্বয়ক হিসেবে কাজ করছেন মাহবুবা আক্তার ঝরা, এস এম মনিরুজ্জামান, মো: রোকন হোসেন, মো: নুরুল আমিন, সি এম রাশেদুন্নবী সোহেল ও মো: রফিকুল ইসলাম সাজিদ।
অনুষ্ঠানের সময় ও স্থান তারিখ: ১৬ জানুয়ারি, ২০২৬ (শুক্রবার) স্থান: আহমেদ সাগর, শাক্তা (কোনাখোলা থেকে রামেকান্দা বাসরোডের মাঝামাঝি), ঢাকা।
রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য
রেজিস্ট্রেশনের সময়সীমা: ১৫ ডিসেম্বর, ২০২৫ থেকে ৯ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত।
ফি জমা দেয়ার মাধ্যম: বিকাশ করুন ০১৭২৭৬৫৩২৬৫ (মো: রফিকুল ইসলাম সাজিদ) নম্বরে।
(শর্তসাপেক্ষে সপরিবারে অংশগ্রহণের সুবর্ণ সুযোগ রয়েছে) বিশেষ আকর্ষণসমূহ সকালের নাস্তা, দুপুরের উন্নতমানের খাবার ও বিকেলের পিঠা উৎসব।
পানিতে নৌকা ভ্রমণের রোমাঞ্চকর সুযোগ। অ্যালামনাই এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের জন্য আকর্ষণীয় গিফট।
যাতায়াত সুবিধা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাস সার্ভিসের সুব্যবস্থা থাকছে।
আমন্ত্রিত অতিথিবৃন্দ জগন্নাথ কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সকল বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়গণ।
আয়োজনে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন
যোগাযোগ ও বিস্তারিত তথ্যের জন্য
মো: মাঈনুদ্দিন বুলবুল (সভাপতি): ০১৮১৯৪০০২৬৪
কাজী ইমরোজ (সঞ্চালক): ০১৭১২৯৬২৫০১
মো: রফিকুল ইসলাম সাজিদ: ০১৭২৭৬৫৩২৬৫
ইমেইল: [email protected]
শিক্ষার্থীদের এই মিলনমেলা ঘিরে ইতিমধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের বর্তমান ও সাবেক পরিবারে।



