পাবিপ্রবিতে স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে ২১৫ জন মেধাবী অসচ্ছল শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও আর্থিক প্রণোদনা দেয়া হয়।

বি এম মিকাইল হোসাইন, পাবিপ্রবি

Location :

Pabna
স্কলারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অতিথিরা
স্কলারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অতিথিরা |নয়া দিগন্ত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ‘স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। এ সময় অসচ্ছল, মেধাবী এবং উদ্ভাবনী শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষাবৃত্তি ও প্রণোদনা প্রদান করা হয়।

সোমবার (৩০ জুন) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে ২১৫ জন মেধাবী অসচ্ছল শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি এবং উদ্ভাবনী প্রকল্প উদ্ভাবন ও উপস্থাপনের জন্য ১৫ জন শিক্ষার্থীকে আর্থিক প্রণোদনা দেয়া হয়।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের উদ্যোগে এই আয়োজনে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকদের উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো: আবির হাসান এবং লোক প্রশাসন বিভাগের প্রভাষক নিশাত তাবাসসুম।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল বলেন, ‘আমি দায়িত্ব নেয়ার পর থেকে এই বিশ্ববিদ্যালয়কে গবেষণাধর্মী ও একাডেমিকভাবে শক্তিশালী একটি প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে কাজ করছি। ২০০৮ সালে প্রতিষ্ঠিত হলেও এতদিন এখানে কোনো জাতীয় সম্মেলন হয়নি, যা ছিল খুবই হতাশাজনক। কিন্তু আমরা ইতোমধ্যেই দু’টি জাতীয় কনফারেন্স আয়োজন করেছি, যা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্নয়নের জন্য মাইলফলক হিসেবে কাজ করবে।’

তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির জন্য গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এজন্য আমরা নিয়মিতভাবে স্কলারশিপ ও অ্যাওয়ার্ডের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে যাচ্ছি। আজকের এই প্রোগ্রামে যারা ইতোমধ্যে ইনোভেটিভ কিছু উপস্থাপন করতে পেরেছে, তাদের আমরা দুটি ধরনের স্বীকৃতি দিয়েছি, একটি আর্থিক প্রণোদনা, অন্যটি সম্মাননাপত্র। অর্থ যতটুকু গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এই স্বীকৃতি, যা একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ গঠনে বড় ভূমিকা রাখে।’

তিনি করেন, ‘আমাদের শিক্ষার্থীদের মধ্যে অনেক প্রতিভা রয়েছে। আমাদের দায়িত্ব হলো এই প্রতিভাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা এবং তাদের জন্য একটি সহায়ক পরিবেশ নিশ্চিত করা।’

অনুষ্ঠানে প্রো-ভিসি অধ্যাপক ড. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. মো: রাশেদুল হক বক্তব্য দেন।

এছাড়া বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: ফজলুল হক, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সম্মাননা ও প্রণোদনা পাওয়া শিক্ষার্থীরা জানায়, এমন স্বীকৃতি তাদের আগামী দিনে আরো বড় কিছু অর্জনের অনুপ্রেরণা জোগাবে।

উদ্ভাবনী প্রজেক্টের জন্য পুরস্কৃত শিক্ষার্থীরা বলেন, গবেষণা ও প্রকল্পভিত্তিক কাজের প্রতি আগ্রহ বেড়ে গেছে, এবং ভবিষ্যতে তারা জাতীয় পর্যায়ে নিজেদের কাজ তুলে ধরার জন্য প্রস্তুত।