শাকসু নির্বাচন : ভিপি পদে প্রার্থী ৪, জিএসে ৭

শাকসু নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে। ভিপি পদে ৪ জন, জিএস পদে ৭ জনসহ কেন্দ্রীয় সংসদের মোট প্রার্থী ৯৭ জন; ছয়টি হলে মিলিয়ে হল সংসদে প্রার্থী হয়েছেন আরো অনেকে, বেশ কিছু পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।

হোসাইন ইকবাল, শাবিপ্রবি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ |নয়া দিগন্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত তালিকা অনুযায়ী, ভিপি পদে চারজন এবং জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় শাকসুর অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাটি প্রকাশ করা হয়।

কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে মোট ৯৭ জন প্রার্থী মনোনয়ন নিশ্চিত করেছেন। এর মধ্যে ভিপি চারজন, জিএস সাতজন এবং এজিএস পদে রয়েছেন চারজন।

ভিপি পদে লড়াইয়ে আছেন ইংরেজি বিভাগের দেলোয়ার হোসেন শিশির, পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রিসোর্স ইঞ্জিনিয়ারিং বিভাগের মুহয়ী শারদ, পদার্থবিজ্ঞান বিভাগের মুমিনুর রশীদ শুভ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোস্তাকিম বিল্লাহ।

জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পুরকৌশল বিভাগের মুজাহিদুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের ফয়সাল হোসেন, রসায়ন বিভাগের মারুফ বিল্লাহ, সমাজকর্ম বিভাগের জুনায়েদ আহমেদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ সাইফুর রহমান, আইপিই বিভাগের পলাশ বখতিয়ার এবং পলিটিক্যাল স্টাডিজ বিভাগের জুনায়েদ হাসান।

এজিএস পদে রয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের শাকিল মাহমুদ, অর্থনীতি বিভাগের আতাহারুল ইসলাম রাহিন ও হাফিজুর ইসলাম এবং জিন প্রকৌশল বিভাগের জহিরুল ইসলাম।

কেন্দ্রীয় সংসদের অন্যান্য পদের মধ্যে ক্রীড়া সম্পাদক পদে দু’জন, সহ-ক্রীড়া সম্পাদক চারজন, সাহিত্য ও বার্ষিকী সম্পাদক দু’জন, সাংস্কৃতিক সম্পাদক তিনজন, মুক্তিযুদ্ধ সম্পাদক দু’জন, ধর্ম সম্পাদক তিনজন, সমাজসেবা সম্পাদক তিনজন, ছাত্রীবিষয়ক সম্পাদক চারজন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক চারজন, গবেষণা ও ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পাঁচজন, আইটি সম্পাদক পাঁচজন, আন্তর্জাতিক সম্পাদক চারজন, পরিবহন সম্পাদক চারজন, ক্যাফেটেরিয়া সম্পাদক চারজন, আইন ও মানবাধিকার সম্পাদক পাঁচজন এবং সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৮ জন।

এদিকে হল সংসদে ভিপি, জিএস, এজিএস, ক্রীড়া সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, সমাজসেবা সম্পাদক ও সদস্যের তিন পদসহ মোট ৯টি পদ রয়েছে।

ছেলেদের তিনটি হলে মোট প্রার্থী ৫৩ জন। এর মধ্যে শাহপরাণ হলে ১৭ জন প্রার্থী (ভিপি চারজন, জিএস দু’জন, এজিএস তিনজন, ক্রীড়া সম্পাদক একজন, সাহিত্য সম্পাদক একজন, সমাজসেবা দু’জন, সদস্য ছয়জন), বিজয়-২৪ হলে ১৮ জন প্রার্থী (ভিপি দু’জন, জিএস দু’জন, এজিএস দু’জন, ক্রীড়া সম্পাদক দু’জন, সাহিত্য ও সাংস্কৃতিক দু’জন, সমাজসেবা তিনজন, সদস্য পাচঁজন) সৈয়দ মুজতবা আলী হলে ১৮ জন প্রার্থী (ভিপি দু’জন, জিএস তিনজন, এজিএস তিনজন, ক্রীড়া সম্পাদক দু’জন, সাহিত্য ও সাংস্কৃতিক দু’জন, সমাজসেবা একজন, সদস্য পাচঁজন)।

মেয়েদের তিনটি হলের মধ্যে আয়েশা সিদ্দিকা হলে ৯টি পদে মোট প্রার্থী ১০ জন। সমাজসেবা পদে প্রার্থী দু’জন। ভিপিসহ বাকি পদগুলোতে বিপক্ষ কোনো প্রতিদ্বন্ধী নেই।

বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলে ৯টি পদে মোট প্রার্থী ১১ জন। এর মধ্যে ভিপি পদে তিনজন প্রার্থী ব্যতীত বাকি পদগুলোতে বিপক্ষ কোনো প্রতিদ্বন্ধী নেই।

অপরদিকে ফাতেমা-তুজ-জাহরা হলের মোট প্রার্থী ১০ জন। এর মধ্যে ক্রীড়া সম্পাদক পদে কোনো প্রার্থী নেই এবং সদস্য পদে দু’জন প্রার্থী। ভিপি পদে তিনজন ও জিএস পদে দু’জন প্রার্থী ছাড়া বাকি পদগুলো বিপক্ষ কোনো প্রতিদ্বন্ধী নেই।