যথাযোগ্য মর্যাদায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বিজয়ের ৫৫ বছরে পদার্পণের এই ঐতিহাসিক দিনে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
এরপর প্রো-ভিসি অধ্যাপক ড. মো: নজরুল ইসলামের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক অধ্যাপক ড. রাশেদুল হকসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
পরে স্বাধীনতা চত্বরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রো-ভিসি ও রেজিস্ট্রার পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় প্রো-ভিসি অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম বলেন, ‘আজ মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। এই স্বাধীনতার মাধ্যমেই আমরা একটি নির্দিষ্ট ভূখণ্ড ও জাতীয় পরিচয় লাভ করেছি। এই ভূখণ্ডকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের।’
তিনি আরো বলেন, ‘আজ আমরা যে শ্রদ্ধা নিবেদন করছি, তা যেন শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে। দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
সবশেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিবসের কর্মসূচি শেষ হয়। দোয়া পরিচালনা করেন পাবিপ্রবি কেন্দ্রীয় মসজিদের ইমাম মো: জালাল উদ্দিন রুমী।



