জাবিতে ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসবে শিক্ষার্থীদের ভিড়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইসলামী ছাত্রশিবিরের শাখার উদ্যোগে নববর্ষ- ২০২৬ উপলক্ষে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। স্টল ঘিরে এদিন সকাল থেকেই শিক্ষার্থীদের ভিড় দেখা যায়।

আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Location :

Savar
জাবিতে ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসবে শিক্ষার্থীদের ভিড়
জাবিতে ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসবে শিক্ষার্থীদের ভিড় |নয়া দিগন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইসলামী ছাত্রশিবিরের শাখার উদ্যোগে নববর্ষ- ২০২৬ উপলক্ষে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। স্টল ঘিরে এদিন সকাল থেকেই শিক্ষার্থীদের ভিড় দেখা যায়।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য উপহার সামগ্রী এবং বিভিন্ন প্রকাশনায় আকর্ষণীয় ছাড়ের ব্যবস্থা রাখা হয় ।

দেখা যায়, শিবিরের নববর্ষের বিভিন্ন প্রকাশনী, ক্যালেন্ডার, নোটবুক, কলম, চাবির রিং কিশোরকন্ঠ সহ বিভিন্ন প্রকাশনী ও ইসলামী বই স্টলে রাখা হয়েছে। এরমধ্যে ক্যালেন্ডার, চাবির রিং এবং পকেট ডায়েরি শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয় ।

স্টলে ঘুরতে আসেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী নাজমুস সাকিব বলেন, ‘শিবিরের এই প্রকাশনী উৎসব অবশ্যই একটি সুন্দর ম্যাসেজ দিচ্ছে, সকলকে বই কিনতে উৎসাহ দিচ্ছে এবং তাদের স্টলের ভলেন্টিয়াররা যথেষ্ট বন্ধুত্বপূর্ণ আচরণ করছে। একজন মুসলিম হিসেবে অ্যাকাডেমিক পড়াশুনার পাশাপাশি ইসলামিক জ্ঞান অর্জন করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। শিবিরের এই আয়োজন আমাদের জন্য ইসলামী বই কিনতে সহজ করেছে।’

ছাত্রশিবির জাবি শাখার সেক্রেটারি মাজহারুল ইসলাম বলেন, ‘গতবছরের ন্যায় এবারেও নতুন বছর উপলক্ষে নববর্ষ প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে প্রকাশিত বিভিন্ন বই ও প্রকাশনার সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেয়া। আমাদের প্রকাশনা গুলোতে বিজ্ঞান, আর্থসামাজিক অবস্থা, পলিটিক্স, ধর্মীয় জ্ঞানসহ অন্যান্য অনেক বিষয়ের সমন্বয় করে সমৃদ্ধ করে লেখা হয়। একারণে বইগুলো আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে চাই। আমাদের সকল কার্যক্রম শিক্ষার্থীদের কল্যাণ ও আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে করে থাকি ।