ডাকসু নির্বাচন

এই বিজয় ঢাবির, এই বিজয় আমাদের : জুমা

ডাকসু নির্বাচনে বিজয়ের পর ফেসবুক পোস্টে ফাতেমা তাসনিম জুমা বলেছেন, এই বিজয় ঢাবির ও সবার। তিনি আল্লাহর কাছে দায়িত্ব পালনের তৌফিক প্রার্থনা করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
বিজয় নিশ্চিত হওয়ার পরে প্যানেলের অন্য নারী প্রার্থীদের সাথে ফাতেমা তাসনিম জুমা
বিজয় নিশ্চিত হওয়ার পরে প্যানেলের অন্য নারী প্রার্থীদের সাথে ফাতেমা তাসনিম জুমা |সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী হয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল থেকে নির্বাচিত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা।

তিনি বলেছেন, ‘এই বিজয় নারীদের, এই বিজয় ঢাবির, এই বিজয় আমাদের সবার।’

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান তিনি।

ফাতেমা তাসনিম জুমা লেখেন, ‘এই বিজয় মুসলিমের, এই বিজয় অমুসলিমের। এই বিজয় হিজাবীর, এই বিজয় নন-হিজাবীর।’

তিনি আরো লিখেন, ‘যে পরীক্ষায় অবতীর্ণ করেছো তার যথাযোগ্য মান রাখার তৌফিক দিও খোদা আমাদের।’

ডাকসু নির্বাচনে শিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল থেকে ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খানসহ বেশিভাগ পদে জয় এসেছে।