ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ফের আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ উঠেছে ছাত্রদল সমর্থিত প্যানেলে প্রার্থীদের বিরুদ্ধে।
অভিযোগের মধ্যে রয়েছে, নির্বাচনে ছাত্রদল মনোনীত সহ-সভাপতি (ভিপি) পদের প্রার্থী আবিদুল ইসলাম খান একটি আবাসিক হলের রিডিংরুমে (পাঠকক্ষ) প্রবেশ করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এ সময় তার সাথে ওই প্যানেলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
ডাকসুর নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী হলের রিডিংরুমে কোন নির্বাচনী প্রচারণা চালানো যাবে না।
বিষয়টি নিয়ে আজ রোববার (২৪ আগস্ট) দুপুরে গণমাধ্যমের সাথে কথা বলেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের জিএস প্রার্থী এসএম ফরহাদ ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা।
এসএম ফরহাদ বলেন, নির্বাচন কমিশন এখন পর্যন্ত আমাদের পক্ষ থেকে দেয়া কনসার্নগুলো আমলে নিচ্ছেন না। আমরা দেখছি প্রার্থীদের কেউ কেউ রিডিংরুমে গিয়েও প্রচার-প্রচারণা চালাচ্ছেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করছেন। এর ফলে শিক্ষার্থীদের পড়াশোনা ও অন্যান্য কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। নির্বাচন কমিশনকে অনুরোধ করবো, কেউ নীতিমালা ভঙ্গ করলে তাদের প্রতি যেন ব্যবস্থা নেয়া হয়।
বিন ইয়ামিন মোল্লা বলেন, তাদের প্রার্থীরা রিডিংরুমে গেলেও নির্বাচনী আচরণ বিধিমালার মধ্যে পড়ছে না। তারা স্লোগান দিয়ে মিছিল নিয়ে গেলেও নির্বাচনী আচরণ বিধিমালার মধ্যে পড়ছে না। টিএসসিতে তাদের দলীয় ব্যানার-ফেস্টুন আছে। সেটি কী শিক্ষার্থীদের নির্বাচনকে প্রভাবিত করবে না? কিন্তু আমি যদি দলীয় ব্যানার-ফেস্টুন লাগানো শুরু করি, তখন বলবে নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করছে। আমার ক্ষেত্রে নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ হয়, আর তাদের ক্ষেত্রে নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ হয় না?
এ বিষয়ে ডাকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, কেউ যদি আমাদের কাছে লিখিত অভিযোগ করে তাহলে আমরা তদন্ত সাপেক্ষে সেটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।
বিকেলে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. জসীম উদ্দিন এক ব্রিফিংয়ে বলেন, অমর একুশে হলের এমন একটি অভিযোগ জমা পড়েছে। আমরা নির্বাচন কমিশন বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।
এর আগে গতকাল শনিবার (২৩ আগস্ট) বিকেলে নির্বাচনের প্রচার-প্রচারণায় বিধিমালা লঙ্ঘনের বিষয়ে সাংবাদিকদের অভিযোগ করেছেন গণতান্ত্রিক ছাত্রসংসদের মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদার। তিনি বলেছেন, ডাকসুতে ছাত্রদল মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিম ডাকসু নির্বাচনের একের পর এক বিধিমালা লঙ্ঘন করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।