ফেনীতে হিজাব নিয়ে শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য, তদন্ত কমিটি গঠন

রুহি ফেনী সরকারি কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni

ফেনী সরকারি কলেজে হিজাব নিয়ে শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফাতেমা আয়মান রুহি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছেন কলেজের অধ্যক্ষ।

সোমবার (২৪ নভেম্বর) প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান বিপ্লব কুমার শীলের বিরুদ্ধে অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থী রুহি।

রুহি ফেনী সরকারি কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ফাতেমা আয়মান রুহির দাবি, রোববার (২৩ নভেম্বর) দুপুর ১টার পরে টিউশন থেকে ফিরে প্রশাসনিক ভবনের সামনে দিয়ে হলে প্রবেশের সময় শিক্ষক বিপ্লব কুমার শীল তাকে একদিকে ডেকে নিয়ে তার দিকে তাকিয়ে বলেন- ‘তোমাকে আমার চেনা চেনা মনে হচ্ছে। বাড়ি কোথায়? বাবার নাম কী? কোন বিভাগে, কোন ইয়ারে পড়?’

পরে পরিচয় দিলে ওই শিক্ষক বলেন, ‘বাহ! অনার্স সেকেন্ড ইয়ারে পড়, আবার ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট, এতো সুন্দরী, মিষ্টিভাষী মেয়ে তুমি নিজেকে এতো অন্ধকারে ডুবিয়ে রাখলে হবে? এতো আড়াল করে রাখো কেন?’

ফাতেমা আয়মান রুহি বলেন, এ কথা শোনার পর আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, স্যার, আপনি কী বলতে চাচ্ছেন? প্রতি উত্তরে তিনি বলেন, ‘না বুঝলে আর কী করার!’ তখন আমি জোরে বলি, স্যার, আপনি কি আমার হিজাব নিয়ে কথা বলছেন? তিনি হঠাৎ বললেন, ‘না! না! মানে আমি বলতে চাচ্ছি তুমি নিয়মিত ক্লাস করো না, কলেজে আসো না, তাই তোমাকে দেখলাম।’ তখন আমি তাকে নিয়মিত কলেজে উপস্থিত থাকার কথা জানাই।

এ ঘটনায় সোমবার রুহি উপস্থিত হয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: এনামুল হক খন্দকারের কাছে একটি লিখিত অভিযোগ দেন। পরে কলেজ প্রশাসন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: আইয়ুবকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কলেজ অধ্যক্ষ প্রফেসর এনামুল হক খন্দকার বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। একটি তদন্ত কমিটি করে দেয়া হয়েছে। প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সে আলোকে ব্যবস্থা গ্রহণ করা হবে।’