রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিভাগীয় শহরকেন্দ্রিক ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কেন্দ্রে দেখা গেছে এক ব্যতিক্রমী দৃশ্য। পরীক্ষার্থী ও অভিভাবকদের ক্লান্তি দূর করতে এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে বুথ স্থাপন করে মুড়ি-বাতাসা বিতরণের আয়োজন করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) ‘এ’ ইউনিটের (মানবিক বিভাগ) পরীক্ষায় শহীদ ওসমান হাদিকে স্মরণ করে এই বিশেষ উদ্যোগটি গ্রহণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে স্থাপিত এই বুথটি সকাল থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখর ছিল।
সরেজমিনে দেখা যায়, হেল্প ডেস্কে পরীক্ষার্থীদের সাথে আনা মোবাইলফোন, মানিব্যাগ, ঘড়ি ও অতিরিক্ত জিনিসপত্র জমা রাখার পাশাপাশি অভিভাবকদের বসার ব্যবস্থা করা হয়। এছাড়া শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে খাবার পানি ও কলম বিতরণসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট দুই হাজার ৪০০ জন শিক্ষার্থীর আসন বিন্যাস করা হয়েছিল। পরীক্ষাটি দুই শিফটে (বেলা ১১টা-দুপুর ১২টা এবং দুপুর ৩টা-বিকেল ৪টা) অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ববি শাখার সভাপতি মেহরাব হোসেন বলনে, ‘আমরা পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সকল বিষয়ে সাহায্য করার লক্ষ্যে এই বুথের ব্যবস্থা করেছি। দীর্ঘ সময় অভিভাবকদের অপেক্ষা করতে দেখে এবং শহীদ ওসমান হাদির স্মৃতিকে সম্মান জানিয়ে আমরা এই ভিন্নধর্মী আপ্যায়নের চেষ্টা করেছি। অভিভাবকরা আমাদের এই উদ্যোগের প্রশংসা করেছেন।’



