দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রথম বর্ষের ৮ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন দ্যা গ্র্যান্ড দাদুবাড়ি রিসোর্ট অ্যান্ড পার্কের অডিটোরিয়ামে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।
হাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি শেখ রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো: রাজিবুর রহমান পলাশ, বিশেষ অতিথি ছিলেন ডাকসুর এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি মো: মহিউদ্দিন খান, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আসাদুল ইসলামসহ অন্য নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে রাজিবুর রহমান পলাশ বলেন, ‘আমাদের অনেক প্রশ্নের উত্তর দিতে হয়, তারপরই কেউ শিবিরে আসে। আমরা চাই আপনারাও আমাদের প্রশ্ন করেন, আমরা প্রশ্নের উত্তর দিয়েই আপনাদের শিবিরে স্বাগত জানাবো। আমি নিজেও অনেক প্রতিকূলতা পেরিয়ে তারপর শিবির করেছি। আমার বাবা ছিলেন বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ পরিবার থেকেই আমার উঠে আসা। আলহামদুলিল্লাহ, তারপরেও শিবিরে যুক্ত হয়েছিলাম। সর্বশেষ শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি।’
তিনি বলেন, ‘আমার গ্রাম ও সমাজের মানুষেরা বলতো, তোমরা গ্রামের শিবির ভালো কিন্তু শহরের শিবির ভালো না। আমি শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি ঢাকায়, সেখানে গিয়েও তাদের ভালো পেয়েছি। লক্ষ লক্ষ নৈতিক চরিত্রের মানুষ উপহার দিতে ছাত্রশিবির সক্ষম হয়েছে। আগামী প্রজন্মকে সৎ, দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে শিবির দায়িত্ব পালন করে যাচ্ছে।’
অনুষ্ঠানে ডাকসুর এজিএস মহিউদ্দিন খান শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইনবিষয়ক বিভিন্ন দিক-নির্দেশনা দেন।



